
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো তার দেশের আর কিছু অবশিষ্ট থাকবে না।’
গতকাল ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প। ইউক্রেনীয় নেতা জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে বলে সেখানে লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে ইউক্রেনের আইন অনুযায়ী, যুদ্ধকালে দেশটিতে নির্বাচনের প্রয়োজন নেই।
এদিকে ট্রাম্পের এমন মন্তব্য রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানের প্রচেষ্টার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেধারণা করছেন বিশ্লেষকরা। ইউক্রেনকে তহবিল ও অস্ত্র সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে হঠাৎ নীতিগত পরিবর্তনের মাধ্যমে মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছেন ট্রাম্প।
গত মঙ্গলবার জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন সংঘাত সম্পর্কে ক্রেমলিনের বেশ কয়েকটি বক্তব্যের পুনরাবৃত্তি করে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন তিনি। অন্যদিকে রাশিয়ার দেওয়া ভুল তথ্যের কাছে ট্রাম্প নতি স্বীকার করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন জেলেনস্কি।
সূত্র : এএফপি