Logo
×

Follow Us

আন্তর্জাতিক

এক জীবনে দুইবার জন্ম নিল শিশুটি!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১

এক জীবনে দুইবার জন্ম নিল শিশুটি!

জীবনে দুইবার জন্ম নেওয়া শিশু। ছবি: সংগৃহীত

মানুষ তার জীবনে একবার জন্মগ্রহণ করবে- এটা খুবই স্বাভাবিক ঘটনা। এক জীবনে দুইবার জন্ম নেওয়ার কথা হয়তো কেউ ভাবতেও পারে না। কিন্তু এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে। 

ঘটনাটি ২০১৬ সালের। মার্গারেট হোকিন্স বোয়েমার নামক এক নারী তার প্রেগন্যান্সির ১৬তম সপ্তাহে জানতে পারেন তার অনাগত সন্তান লিনলি হোপের স্পাইনে টিউমার আছে। টিউমারটির ওজন লিনলির শরীরের ৫০ শতাংশ ওজন দখল করে ছিল। এ অবস্থায় তার মেয়েকে বাঁচানোর একটাই উপায় ছিল, তা  হলো ঝুঁকিপূর্ণ সার্জারি করা। সন্তানকে বাঁচাতে তিনি সার্জারি করতে রাজি হয়ে যান। 

অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা তার মেয়েকে মায়ের গর্ভ থেকে বের করে আনেন। এরপর ২০ মিনিটের অস্ত্রোপচার শেষে টিউমার লিনলির শরীর থেকে আলাদা করেন এবং অপারেশন শেষে পুনরায় মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়। এর ঠিক ১২ সপ্তাহ পর পুনরায় স্বাভাবিক বাচ্চাদের মতো জন্মগ্রহণ করে লিনলি, যা চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। 

জন্মের সময় লিনলি হোপ নামে ওই শিশুর ওজন ছিল সাড়ে পাঁচ পাউন্ড। শিশুটি জন্ম নেওয়ার পর তার মা মার্গারেট বোয়েমার বলেন, তিনি প্রতি বছর তার মেয়ের দুটি জন্মদিন পালন করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫