Logo
×

Follow Us

আন্তর্জাতিক

‘সন্ত্রাসবাদে জড়িত’ থাকার অভিযোগ অস্বীকার বন্দী ইস্তাম্বুল মেয়রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৪৫

‘সন্ত্রাসবাদে জড়িত’ থাকার অভিযোগ অস্বীকার বন্দী ইস্তাম্বুল মেয়রের

ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলু। সংগৃহীত

তুরস্কে আটক ইস্তাম্বুল শহরের মেয়র ইকরাম ইমামোগলু তার বিরুদ্ধে আনা ‘সন্ত্রাসবাদে জড়িত’ থাকার অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের নথির বরাতে রবিবার এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নথি থেকে জানা গেছে, শনিবার শুনানির জন্য ইমামোগলুকে ক্যাগলিয়ান আদালতে আনা হয়। সেখানে প্রসিকিউটররা তাকে জিজ্ঞাসাবাদ করেন। নিজের আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে প্রসিকিউটরদের তিনি বলেন, “আজ জিজ্ঞাসাবাদের সময় আমি দেখতে পেয়েছি যে আমাকে ও আমার সহকর্মীদের অকল্পনীয় অভিযোগ ও অপবাদের মুখোমুখি হতে হচ্ছে।” ইমামোগলু দাবি করেছেন, এগুলো কোনোটিই সত্য নয়।

আঙ্কারা থেকে আল জাজিরার প্রতিবেদক স্টেফানি ডেকার জানিয়েছেন, প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদের পর ইমামোগলুকে আবারও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার রাতেও একজন প্রসিকিউটরের তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। তবে এ বিষয়ে আর কিছু জানা যায়নি।

স্টেফানি ডেকার আরও জানিয়েছেন, নিয়ম অনুযায়ী তাকে সহ আটক আরও শতাধিক অভিযুক্ত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর তাদেরকে আদালতে স্থানান্তর করা হবে।

একজন প্রসিকিউটর জানিয়েছেন, রবিবার ইমামোগলুর জামিন শুনানি হওয়ার কথা। বিচারক যদি জামিন দেন- তিনি মুক্তি পাবেন। অন্যথায় ইমামোগলুকে কারাগারে যেতে হবে।

এর আগে বুধবার ইমামোগলুকে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। সে সময় ইস্তাম্বুলের বেশ কয়েকজন সাংবাদিক ও ব্যবসায়ীকেও আটক করা হয়।

শহরগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘাত হচ্ছে

এরপরই পুরো দেশ বিক্ষোভে ফেটে পড়ে। কারণ ইমামোগলুর সমর্থকদের মতে অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন। কারণ এমন সময় তাকে আটক করা হয়েছে, যার ঠিক চার দিন পরেই তুরস্কের বর্তমান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল।

এ ছাড়া আটক হওয়ার আগে ইমামোগলুর ইস্তাম্বুল ইউনিভার্সিটির ডিগ্রিও বাতিল করা হয়। দেশটির সংবিধান মোতাবেক একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর অবশ্যই বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে।

ইমামোগলুর সমর্থকরা বলছেন, ডিগ্রি বাতিল করার মাধ্যমে কার্যত তাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে অযোগ্য করা হয়েছে। ইমামোগলু জানিয়েছিলেন, তিনি ইস্তাম্বুল ইউনিভার্সিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন।

এদিকে ইমামোগলুর আটকের ঘটনায় চতুর্থ দিনের মতো দেশটিতে এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে। আল জাজিরা বলছে, এরদোয়ানের দেওয়া হুমকি উপেক্ষা করে বড় বড় শহরগুলোতে এরই মধ্যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে।

এরই মধ্যে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হয়েছে। আটকের সংখ্যা তিন শতাধিক। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ানোর অভিযোগে ৫৬ জনকে আটক করা হয়েছে এবং আরও ৩৮ জনকে খোঁজা হচ্ছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫