‘আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৭:৪৬
মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। সংগৃহীত
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও সুসম্পর্ক বজায় রাখার আগ্রহের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলেতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে মোদি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস দুই দেশের সম্পর্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। যা দুই দেশের সম্পর্কের ভিত গড়ে দিয়েছে। আর মুক্তিযুদ্ধ দুই দেশের সম্পর্কের দীর্ঘ রাস্তার সূচনা করেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমরা এই সূসম্পর্ক বজায় রাখতে চাই। শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের মাধ্যমে এই সম্পর্ক বজায় রাখা জরুরি। দুই দেশের অনুভূতি এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।’
শুধু মোদিই নন বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুও। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও সর্বজনীন বাংলাদেশের পাশে ভারত থাকবে।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতির মাধ্যমে রুবিও এ অভিনন্দন জানান। বিবৃতিতে তিনি কার্যত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “এবারের স্বাধীনতা দিবস উদযাপনটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে এমন নির্বাচনের জন্য প্রস্তুত করছে- যা বাংলাদেশের জনগণকে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ দেবে।”
উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে বাংলাদেশের যে যাত্রা- তাতে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের, এমনটাই বলেছেন রুবিও।
একই সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখার আগ্রহ জানিয়ে তিনি বলেন, “আমাদের উভয় দেশকে নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিই আমি পুনর্ব্যক্ত করছি।”