Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় এবারের ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৯০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:০৫

গাজায় এবারের ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৯০০

ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৮৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৯৮৪ জন।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সবশেষ গত শুক্রবারও ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ২৪ জন নিহত হয়েছেন।

এদিকে গত তিন সপ্তাহ ধরে গাজায় কোনো সহায়তা ঢুকছে না। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ সময় অবরোধ।

এমন পরিস্থিতে সীমান্তে জড়ো করা খাদ্য সামগ্রী পচতে শুরু করেছে এবং ওষুধের মেয়াদও উত্তীর্ণ হয়ে যাচ্ছে। জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী ও মানবাধিকার বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এমনটাই জানিয়েছেন।

টম ফ্লেচার বলেন, “মানবিক আইনের মৌলিক নীতিগুলো যদি এখনও গুরুত্বপূর্ণ হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সেগুলো সমুন্নত রাখার জন্য পদক্ষেপ নিতে হবে।”

চলতি মাসের শুরুর দিকেই গাজার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। পরে ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজার বিভিন্ন এলাকায় আইডিএফের সেনারা আবারও প্রবেশ করেছে।

এ ছাড়া গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। একটি স্কুলের কাছে চালানো এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫