ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে : নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৬:১৩

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তাতে বাংলাদেশের রপ্তানিপণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে। এতদিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ, যা এখন দ্বিগুণেরও বেশি বেড়ে গেল। নতুন করে সম্পূরক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে এবং ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি ট্রাম্পের শুল্কনীতি নিয়ে এমন মন্তব্য করেছেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক অ্যালেক্স ট্রাভেলি।
এসব পদক্ষেপের সমালোচনা করে অ্যালেক্স বলেছেন, ট্রাম্পের আজকের পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি এবং বেদনাদায়কভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দশম স্থানে থাকা দেশটি গত আগস্টে রাজনৈতিক উত্তেজনার পর থেকে সংকটে রয়েছে। সুতরাং ট্রাম্প প্রশাসন দেশটিতে যে উচ্চহারে শুল্ক আরোপ করেছে, সেটি দেশটির পোষাকশিল্পসহ অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব পড়বে। বিশেষ করে গার্মেন্টস শিল্প ধসে পড়বে। অনেক গার্মেন্টস বন্ধও হয়ে যেতে পারে।
অর্থনীতি বিষয়ক এই সংবাদদাতা আরও বলেন, বাংলাদেশের কারাখানগুলো প্রচুর পোশাক তৈরি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে মোট পোশাকের প্রায় এক পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল যার পরিমাণ ছিল বছরে প্রায় ৭ বিলিয়ন ডলার। কিন্তু, ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের মূল্য আগামীতে বৃদ্ধি পাবে এবং ক্রেতারাও তখন বাংলাদেশী পণ্য থেকে মুখ ফিরিয়ে নিবে বলে সতর্ক করেছেন এই সাংবাদিক। নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্কের সাথে আগের দেওয়া ১৫ শতাংশ যোগ করা হোক বা না হোক, আমেরিকায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যকে নতুন করে আরোপ করা এই নীতি অনেক ব্যয়বহুল এবং বিরল করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।