কাশ্মীর বিরোধে ‘সর্বাত্মক যুদ্ধ’ বেঁধে যাওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৩

ভিডিওকলে স্কাইনিউজের সাংবাদিক ইয়ালদা হাকিমকে সাক্ষাৎকার দিয়েছেন খাজা আসিফ। ছবি- সংগৃহীত
কাশ্মীরে ঘটে যাওয়া বন্দুক হামলা নিয়ে ভারতের সঙ্গে নিজ দেশের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
স্কাইনিউজে শুক্রবার ভিডিওকলে সাংবাদিক ইয়ালদা হাকিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন শঙ্কার কথা বলেন তিনি। আসিফ আরও বলেন, “দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাত নিয়ে বিশ্ববাসীর চিন্তিত হওয়া উচিত। কারণ উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে।”
একই সঙ্গে তিনি আশা করেন, আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হবে।
স্কাইনিউজে খাজা আসিফের সাক্ষাৎকারটি এমন সময় নেওয়া হলো যখন পেহেলগামে বন্দুক হামলায় ২৬ বেসামরিক ভারতীয় নিহত হওয়ার ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নয়াদিল্লি বলছে, এই হামলায় পাকিস্তান জড়িত।
তবে খাজা আসিফ তা অস্বীকার করেছেন। উলটো তিনি দাবি করেছেন, ভারত ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে এই ঘটনা ‘মঞ্চস্থ’ করে থাকতে পারে।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শুক্রবার ভোররাতে দুইদেশের সেনারা সীমান্ত রেখা এলওসি বরাবর গোলাগুলিও করেছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুরুতে পাকিস্তানের সেনারা গুলি ছোঁড়ে। পরে ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয়।
এলওসিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে উভয় দেশের সংবাদমাধ্যমই নিশ্চিত করেছে যে- সেখানে দুই পক্ষই সেনাসদস্য সংখ্যা বাড়াচ্ছে। যুদ্ধবিমানের টহলও চলছে।
এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান জানিয়েছেন, তাদের সেনারা সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত।
ভারতের এক তরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি প্রত্যাখান করেছেন শাফকাত। তিনি বলেছেন, সিন্ধুর পানি পাকিস্তানের জন্য জীবন ও মরনের ব্যাপার। ভারত এই ধরনের ‘দায়িত্ব জ্ঞানহীন আচরণ’ অব্যাহত রাখলে সিমলা চুক্তিসহ দ্বিপাক্ষিক সব সমঝোতা থেকে বেরিয়ে আসবে পাকিস্তান।
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।