Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা হামলা, একদিনে নিহত ৮৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৪

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা হামলা, একদিনে নিহত ৮৪

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা। ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬৮ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এ হামলায় এসব মানুষের প্রাণহানি হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারের কাজ এখনও চলছে। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের হামলাসহ দেড় বছরের বেশি সময় ধরে চলা অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০০জন। এছাড়া আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন। নিহত ও আহতদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের অক্টোবরে হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে তারা হত্যা করে প্রায় ১,২০০ ইসরায়েলি নাগরিককে। জিম্মি করে নিয়ে যায় ২৫১ জনকে। সেই ঘটনার পরই গাজায় শুরু হয় আইডিএফের সামরিক অভিযান।

চলমান যুদ্ধবিরতির চেষ্টার অংশ হিসেবে ২০২৪ সালের ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মার্চের মাঝামাঝিতে জিম্মিদের মুক্তি ও বিনিময়ে কারাবন্দি ফিলিস্তিনিদের মুক্তি নিয়ে মতানৈক্য তৈরি হলে ফের শুরু হয় বিমান হামলা।

দ্বিতীয় দফার এই অভিযানে গত ৩৮ দিনে নিহত হয়েছেন ২ হাজার ৬০ জন, আহত হয়েছেন আরও ৫ হাজার ৩৭৫ জন।

গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এখনও হামাসের কাছে জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে কমপক্ষে ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে, “সামরিক অভিযানের মাধ্যমেই তাদের উদ্ধার করা হবে।

এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলকে বারবার গাজায় অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক আদালত আইসিজে–তে ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন-“হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান থামবে না।” সূত্র: আনাদোলু এজেন্সি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫