Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কাশ্মীরে ফের ভারত-পাকিস্তানের গোলাগুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৪:০৩

কাশ্মীরে ফের ভারত-পাকিস্তানের গোলাগুলি

সীমান্তে টহলরত পাকিস্তানি সেনা। ছবি- সংগৃহীত

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর বিভিন্ন ফ্রন্টে শুক্রবার রাতেও ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদিনও পাকিস্তানি সেনারাই শুরুতে গুলি করা শুরু করে। ভারতীয় সেনারা কেবল পাল্টা জবাব দিয়েছে।

তবে গোলাগুলির ঘটনায় ভারতের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

এখন পর্যন্ত শুক্রবারের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

এর আগে বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়। ভারতীয় সেদিনই জবাব দিয়েছিল বলে জানায় আনন্দবাজার পত্রিকা।

তবে শুরুতে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়- ভারতীয় সেনারাই আগে গুলি ছুঁড়েছে।

এই ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন পাহালগামে পর্যটকদের ওপর বন্দুক হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই হামলার পর ভারত একতরফা ভাবে ‘সিন্ধু পানি চুক্তি’ থেকে সরে এসেছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পানি চুক্তি থেকে সরে আসাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে তারা শিমলা চুক্তি থেকে সরে আসবে। যার আওতায় ১৯৭২ সালে দুই দেশই এলওসি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

দুই দেশেরই গণমাধ্যম বলছে, এলওসি বরাবর উভয় পক্ষই যুদ্ধবিমানের টহল বাড়িয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত বরাবর সেনাসংখ্যা বৃদ্ধি করছে পাকিস্তান। একই পদক্ষেপ নিয়েছে ভারতও।

পাকিস্তানের সংবাদপত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, দেশটির সেনাসদস্যদের সবধরণের ছুটি বাতিল করা হয়েছে। তাদের বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫