Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থাকে ৫০ কোটি ডলার দিতে চায় যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ২০:০৬

গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থাকে ৫০ কোটি ডলার দিতে চায় যুক্তরাষ্ট্র

জিএইচএফের ত্রাণ নিতে গিয়ে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য গঠিত নতুন সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে (জিএইচএফ) ৫০ কোটি ডলার দেওয়ার বিষয় বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিতর্কিত এক সহায়তা উদ্যোগে আরও গভীরভাবে যুক্ত হবে, যা ইতোমধ্যে সহিংসতা ও বিশৃঙ্খলার মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের সূত্ররা জানিয়েছে, এই অর্থ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) থেকে এই অর্থ জিএইচএফকে দেওয়া হবে। তবে সূত্রগুলো তাদের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছে। 

কিছু কর্মকর্তা এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তারা ত্রাণ সংস্থাটির বিতরণ কেন্দ্রে ঘটে যাওয়া প্রাণঘাতী গুলির ঘটনা ও এর দক্ষতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

জিএইচএফের নিরপেক্ষতা নিয়ে নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন মানবিক সংস্থা এরই মধ্যে প্রশ্ন তুলেছে। সংস্থাটি গত সপ্তাহে গাজায় ত্রাণ দেওয়া শুরু করে। 

১১ সপ্তাহ ধরে চলা ইসরায়েলের অবরোধের কারণে গাজার ২৩ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। ১৯ মে থেকে সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়।

৫০ কোটি ডলারের অনুদানের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জিএইচএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল ১৮০ দিনের কার্যক্রমের জন্য এই অর্থ দেওয়ার অনুরোধ করেছে।

ইসরায়েল সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫