
আইআরজিসির সতর্কতামূলক পোস্টার।
ইহুদিদের ইসরায়েল ছেড়ে চলে যেতে বলেছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি।
মধ্যপ্রাচ্যের সংঘাত পর্যবেক্ষণকারী এক্স অ্যাকাউন্ট মনিটরএক্স হিব্রুতে লেখা আইআরজিসির সতর্কবার্তা সংবলিত পোস্টারটি শেয়ার করেছে।
মঙ্গলবার দিন উল্লেখ করে সেখানে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর দ্বারা ইরানের বেসামরিক অঞ্চলে চালানো হামলার প্রতিক্রিয়ায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির বিমান ও ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত অঞ্চলের বিরুদ্ধে একটি কেন্দ্রিভূত হামলা চালাবে।
পোস্টারে আরও বলা হয়েছে, যে কোনো শহর বা নগর কেন্দ্র যা দখলকৃত ভূখণ্ডে (ইসরায়েল) অবস্থিত, সেটিকেই বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। আপনাদের শহরগুলো অবিলম্বে খালি করুন।
আইআরজিসির নির্দেশনা এমন সময় এল যখন সোমবারই তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানে ভবনটির আশপাশের এলাকা খালি করার জন্য একটি সতর্কবার্তা জারি করেছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, “ইরানের প্রোপাগান্ডা ও উসকানিমূলক প্রচারের মুখপত্র অচিরেই ধ্বংস হয়ে যাবে।”
দুইদেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যেতে বলেছেন, যা ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার আশঙ্কাকে আরও জোরালো করেছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন,“তেহরানবাসীরা যেন দ্রুত তাদের শহর ছাড়ে। ইরান কখনোই পরমাণু অস্ত্র রাখতে পারবে না।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্য ইরানের রাজধানীতে উদ্বেগের নতুন মাত্রা যোগ করেছে।