Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:৩২

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

খাদ্য সহায়তা নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৮২ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে বিভিন্ন মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে সাহায্য নিতে আসা ৩৪ জন রয়েছেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দের এল বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় নিহতের মধ্যে অনেকে সাহায্যপ্রার্থী আছেন।

হাসপাতাল সূত্র জানায়, কেন্দ্রীয় গাজার ৩৭ জন নিহতের মধ্যে ২৩ জন সাহায্য নেওয়ার জন্য অপেক্ষমাণ ছিলেন। গাজার শহরে নিহতের সংখ্যা ২৩ এবং দক্ষিণ গাজায় নিহত ২২ জনের মধ্যে ১১ জন সাহায্যপ্রার্থী।

গাজার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোর আশপাশে এই ধরনের হামলার ঘটনায় ইতোমধ্যে শত শত মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এসব হামলার জন্য গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকেও দায়ী করেছে নিরাপদ সহায়তা সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থতার জন্য।

গাজার মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলছেন, “এখন পর্যন্ত ৪০৯ জন সাহায্যপ্রার্থী নিহত এবং ৩২০৩ জন আহত হয়েছেন।”

অন্যদিকে ইউনিসেফ জানায়, গাজার পানীয় জলের সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। পানি সরবরাহ ব্যবস্থার অবনতি এবং অবরোধের কারণে মাত্র ৪০ শতাংশ পানীয় জল উৎপাদন কার্যক্রম সচল রয়েছে। ইউনিসেফ মুখপাত্র জেমস এল্ডার বলেন, “শিশুরা তৃষ্ণায় মারা যেতে শুরু করবে।”

তিনি আরও জানান, যুদ্ধক্ষেত্রের মধ্যে অবস্থিত সহায়তা কেন্দ্রগুলোর খোলা থাকা সময়ের তথ্য বিভ্রান্তিকর হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫