Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিতে ইরানের পার্লামেন্টের সম্মতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৫:১৬

আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিতে ইরানের পার্লামেন্টের সম্মতি

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পার্লামেন্ট বা মজলিস ।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র সঙ্গে সহযোগিতার সম্পর্ক স্থগিতের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে উপস্থিত কোনো সদস্য এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেননি।

এর আগে, ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি খসড়া প্রস্তাব অনুমোদন করে- যেখানে সরকারকে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতের আহ্বান জানানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, যতদিন না ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- ততদিন নিরীক্ষণ ক্যামেরা স্থাপন, পরিদর্শন ও সংস্থায় রিপোর্ট প্রদানসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

ইসলামি পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বিবিসিকে বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। আইএইএ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি এবং এখন একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।”

আইএইএ’র সর্বশেষ প্রতিবেদনে ইরানকে অসহযোগিতার জন্য সমালোচনা করা হয়েছিল। সংস্থাটি ইরানের অঘোষিত পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়ে ব্যাখ্যা চাওয়ার দাবি করেছিল এবং ইউরেনিয়ামের মজুদের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

তবে ইরান প্রতিবেদনটিকে প্রত্যাখান করেছিল এবং নিজেদের বিরুদ্ধে হামলার অজুহাত হিসেবেই এটিকে চিহ্নিত করেছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫