Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দুই দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল, দাবি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৫:৩০

দুই দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েল ও ইরান দুই দেশই সমানভাবে যুদ্ধ বন্ধের ইচ্ছা প্রকাশ করেছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে একটি পোস্টে ট্রাম্প এমন দাবি করেন।

সেখানে তিনি আরও লিখেছেন, “পরমাণু স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা এবং তারপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য একটি বড় সম্মানের বিষয় ছিল।”

এর আগে ট্রাম্প দুই দেশেরই সমালোচনা করে বলেন, উভয়পক্ষই তার ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

উভয় দেশের কর্মকাণ্ড যুদ্ধবিরতি কার্যকর করতে বাধা সৃষ্টি করেছে বলে লেখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

১৩ জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় আকস্মিক বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়।

দুই পক্ষের এই সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যেই শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরান মিসাইল ছুড়ে জবাব দেয় কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে। পরিস্থিতি আরও বিস্তৃত যুদ্ধের দিকে যাচ্ছিল।

তবে এর মধ্যেই ট্রাম্প তার ট্রুথ স্যোশাল অ্যাকাউন্টে ঘোষণা দেন, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

কিন্তু সেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালায়। যুদ্ধবিরতি শুরু হলেও দেশ দুটি আবার সংঘাতে জড়াতে পারে কিনা এখনো সেই আশঙ্কা কাটছে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫