বালুচ লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৫৬

বালুচ লিবারেশন আর্মির যোদ্ধারা।
পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বালুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাক্ষরিত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ বা মাজিদ ব্রিগেডকে বিদেশী সন্ত্রাসী (ফরেইন টেরোরিস্ট অর্গানাইজেশন) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর আগে ২০১৯ সালে এই গোষ্ঠীকে ‘বিশেষভাবে চিহ্নিত বিশ্ব সন্ত্রাসী’ ( স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট- এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র।
নতুন এই পদক্ষেপ আরও কঠোর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে।
বিবৃতিতে আরও বলা হয়, “এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিশ্রুতি প্রমাণ করে। সন্ত্রাসী সংগঠন চিহ্নিত করা আমাদের এই জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন দেওয়া কঠোরভাবে রোধ করে।”
বিএলএকে ২০১৯ সালে এসডিজিটি হিসেবে ঘোষণা করা হয়েছিল কয়েকটি সন্ত্রাসী হামলার পর। চলতি বছরের মার্চ মাসে, এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ক্বেত্তা থেকে পেশাওয়ার যাত্রা করা একটি ট্রেনে অভিযান চালায়, যেখানে শতাধিক যাত্রী ও সেনা নিহত হয়।
নতুন ‘বিদেশি সন্ত্রাসী’ ঘোষণায় যুক্তরাষ্ট্রে কারো পক্ষে বিএলএকে আর্থিক বা অন্য কোনও ধরনের সমর্থন দেওয়া অবৈধ হবে। এর আগে শুধুমাত্র আর্থিক সহায়তা সীমাবদ্ধ ছিল।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও এর জনসংখ্যা কম এবং অর্থনৈতিকভাবে দুর্বল অঞ্চল। পাকিস্তানের প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলে অন্তত পাঁচবার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ সংঘটিত হয়েছে।
২০০০ সালের শুরু থেকে এই বিদ্রোহ নতুন মাত্রা পেয়েছে এবং এখন সম্পূর্ণ স্বাধীনতার দাবিতে পরিণত হয়েছে।
বিদ্রোহীদের অভিযোগ, পাকিস্তান সরকার অঞ্চলটির প্রাকৃতিক সম্পদ শোষণ করে এসেছে, কিন্তু প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষের উন্নয়নে তেমন গুরুত্ব দেয়নি। বালোচিস্তান অঞ্চলে গ্বাদার গভীর সমুদ্রবন্দর রয়েছে, যা চীনকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করার চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।
বিএলএ-এর সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলো পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা বাড়িয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, দিল্লি এই সহিংসতা বাড়াচ্ছে। যদিও ভারত সম্পূর্ণ অস্বীকার করেছে।
এর আগে মার্কিন প্রশাসন গত মাসে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবার একটি শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)কেও ‘বিদেশি সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে, যাদের বিরুদ্ধে ভারতীয় নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে এপ্রিল মাসে এক হামলার অভিযোগ রয়েছে, যেখানে ২৬ জন নিহত হয়।