Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দক্ষিণের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইচ্ছে নেই: উত্তর কোরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৫৭

দক্ষিণের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইচ্ছে নেই: উত্তর কোরিয়া

উত্তর কোরীয় সেনা।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো ইচ্ছে নেই পিয়ংইয়ংয়ের। এমনকি এই অবস্থান ভবিষ্যতে দেশটির সংবিধানেও অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, সীমান্তে প্রচারণামূলক বার্তা সম্প্রচারকারী লাউডস্পিকার অপসারণের বিষয়ে দক্ষিণ কোরিয়ার দাবি ‘ভিত্তিহীন ও একপাক্ষিক ধারণা’ এবং ‘একটি ভিন্নখাতে মনোযোগ ঘোরানোর চেষ্টা’।

 তিনি স্পষ্টভাবে বলেন, “আমরা কখনোই এই লাউডস্পিকার অপসারণ করিনি এবং করারও ইচ্ছা নেই।”

এর আগে এই সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছিল, পিয়ংইয়ং সীমান্ত এলাকার কিছু লাউডস্পিকার সরিয়ে নিয়েছে। এই দাবি আসে কয়েক দিন পর, যখন সিউল নিজস্ব কিছু লাউডস্পিকার সরিয়ে নেয়।

দক্ষিণ কোরিয়ার সম্প্রচারে সীমান্ত পেরিয়ে প্রচারণামূলক বার্তার পাশাপাশি কে-পপ গানও বাজানো হতো। অপরদিকে, উত্তর কোরিয়া বিরক্তিকর শব্দ, যেমন পশুর হাউমাউ ধ্বনি, সম্প্রচার করত। সীমান্ত এলাকার বাসিন্দারা দুই পক্ষের এই আওয়াজে, বিশেষ করে গভীর রাতে, বিরক্তির অভিযোগ করেছেন।

পিয়ংইয়ং অতীতে সিউলের এসব সম্প্রচারকে যুদ্ধঘোষণার সমতুল্য বিবেচনা করেছে এবং লাউডস্পিকার উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল।

দক্ষিণ কোরিয়া ২০২৪ সালের জুনে ছয় বছরের বিরতির পর পুনরায় সীমান্তে প্রচারণা সম্প্রচার শুরু করে। তখন প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের প্রশাসন উত্তর কোরিয়ার প্রতি কড়া অবস্থান নেয়।

সম্প্রচার পুনরায় শুরু হয় পিয়ংইয়ংয়ের দক্ষিণে আবর্জনাভর্তি বেলুন পাঠানোর ঘটনার পর, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায়।

তবে নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষমতায় আসার পর সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করে। লি নির্বাচনী প্রচারণায় দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি দায়িত্ব নেওয়ার পরপরই সীমান্ত এলাকায় সম্প্রচার বন্ধ করে দেন। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তখন এটিকে ‘আস্থা পুনর্গঠন’ ও ‘কোরীয় উপদ্বীপে শান্তি অর্জনের প্রচেষ্টা’ হিসেবে ব্যাখ্যা করেছিল। তবুও দুই প্রতিবেশীর সম্পর্ক এখনও অস্থির।

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার আগে ‘প্ররোচনার জবাবে দৃঢ় পাল্টা পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫