Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:১৩

গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫

গাজার আল নাসের হাসপাতাল।

গাজার নাসের হাসপাতালে সোমবার ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন চারজন সাংবাদিকও। নিহতদের একজন রয়টার্সের হয়ে কাজ করতেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্যমতে, প্রথম হামলায় নিহত হন ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি, যিনি রয়টার্সে চুক্তিভিত্তিক কাজ করতেন। দ্বিতীয় হামলায় আহত হন আলোকচিত্রী হাতেম খালেদ, তিনিও রয়টার্সে চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন।

রয়টার্স জানিয়েছে, এই হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম হামলার পর উদ্ধারকর্মী, সাংবাদিক ও অন্যরা ঘটনাস্থলে ছুটে গেলে দ্বিতীয় হামলা হয়। রয়টার্সের সরাসরি ভিডিও ফিড, যা মাসরি পরিচালনা করছিলেন, প্রথম হামলার মুহূর্তেই হঠাৎ বন্ধ হয়ে যায় বলে ফুটেজে দেখা গেছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা অন্য তিন সাংবাদিকের নাম প্রকাশ করেছেন। তারা হলেন মরিয়ম আবু দাগ্গা, মোহাম্মদ সালামা ও মুয়াজ আবু তাহা। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৪০ জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫