Logo
×

Follow Us

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত দুই পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৫:১২

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত দুই পুলিশ

ঘটনাটি ঘটেছে মেলবোর্ন থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে, ব্রাইট শহরের উত্তর-পশ্চিমে সাত কিলোমিটার দূরের একটি গ্রামীণ জমিতে।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পোরেপাঙ্কায় বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় আছেন বলে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে মেলবোর্নের সংবাদপত্রিকা দ্য এইজ।

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পুলিশ সেখানে যায়। এ সময় অভিযুক্ত বন্দুকধারী হঠাৎ হামলা চালিয়ে দুই কর্মকর্তাকে হত্যা করে এবং আরেকজনের উরুতে গুলি করে।

ঘটনাটি ঘটেছে মেলবোর্ন থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে, ব্রাইট শহরের উত্তর-পশ্চিমে সাত কিলোমিটার দূরের একটি গ্রামীণ সম্পত্তিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ভারী অস্ত্র দিয়ে গুলি করার কারণে সাধারণ পুলিশ সদস্যরা সেখানে প্রবেশ করতে পারেননি। এর পর বিশেষ অভিযান দলের সদস্যদের হেলিকপ্টারে করে সেখানে পাঠানো হয়। পাশাপাশি মেলবোর্ন থেকে দুইটি চিকিৎসা সহায়ক বিমানও রওনা হয়।

পুলিশের একাধিক সূত্র বলছে, এটি ছিল পরিকল্পিত হামলা। নিহত দুই কর্মকর্তার কাছ থেকে হামলাকারী দুটি অস্ত্র ছিনিয়ে নেয়। তবে ভিক্টোরিয়া পুলিশ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

অভিযুক্ত হামলাকারী ঘটনাস্থলে থাকা ব্যক্তি মালিকানাধীন জমিতে থাকা বাসে বসবাস করছিলেন। ধারণা করা হচ্ছে তিনি তথাকথিত ‘সোভরেইন সিটিজেন’ দলের সদস্য—যারা সরকারের বৈধতা অস্বীকার করে এবং তারা নিজেদেরকে রাষ্ট্রের বাইরে এক ‘স্বাধীন নাগরিক’ হিসেবে দাবি করে।

এ ঘটনায় এলপাইন শায়ার কাউন্সিলের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়কে নিরাপত্তার স্বার্থে লকডাউনে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী জাসিন্তা অ্যালান নিহত পুলিশ কর্মকর্তাদের বীরত্বের প্রশংসা করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫