Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়েছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়েছে

আহতদের জালালাবাদ বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ৮০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ২ হাজার ৫০০ জনেরও বেশি।  

দেশটির তালেবান সরকারের মুখপাত্র মাওলাভি জাবিহুল্লাহ মুজাহিদের বরাতে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল কুনার প্রদেশের নুরগাল জেলার বাসিন্দারা জানিয়েছেন- নারী, শিশু ও বৃদ্ধ সহ এখনও বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন। অভিযোগ করেছেন, এখনো চাপা পড়া এসব মানুষকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে তালেবান সরকার দাবি করেছে, উদ্ধার তৎপরতায় তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং বিশ্ববাসীকেও সহায়তার আহ্বান জানিয়েছে।

প্রতিবেশী দেশ ইরান এরই মধ্যে আফগানিস্তানকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “এই কঠিন মুহূর্ত এবং বিশাল ট্র্যাজেডিতে, আফগানিস্তানের মহান জনগণ ও শোকাহত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা এবং সংহতি প্রকাশ করার পাশাপাশি, ইসলামিক প্রজাতন্ত্র ইরান ত্রাণ, চিকিৎসা এবং মানবিক সহায়তা পাঠাতে তাদের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করছে।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “আজ দেশটির উপর আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের পর তিনি আফগানিস্তানের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি।”

গুতেরেস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫