Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রাশিয়ার হয়ে লড়াই: নিহত দুই হাজার উত্তর কোরীয় সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

রাশিয়ার হয়ে লড়াই: নিহত দুই হাজার উত্তর কোরীয় সেনা

আরও ৬ হাজার সেনাকে রাশিয়ায় পাঠাবে উত্তর কোরিয়া।

ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে সহায়তা করতে গিয়ে প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসেসের বরাতে মঙ্গলবার এমনটাই জানান দেশটির পার্লামেন্ট মেম্বার লি সিয়ং-কিউন।

তিনি বলেন, “এপ্রিল মাসে গোয়েন্দা সংস্থা  জানিয়েছিল যে নিহতের সংখ্যা অন্তত ৬০০। তবে হালনাগাদ মূল্যায়নে দেখা যাচ্ছে নিহতের সংখ্যা এখন প্রায় ২,০০০।”

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ২০২৪ সালে উত্তর কোরিয়া ১০ হাজারেরও বেশি সেনা রাশিয়ায় পাঠিয়েছে, মূলত কুরস্ক অঞ্চলে।

শুধু সেনাই নয়- পাঠানো হয়েছে আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র ও দীর্ঘ-পাল্লার রকেট সিস্টেম।

লি আরও জানান, ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসেসের ধারণা, উত্তর কোরিয়া অতিরিক্ত ৬ হাজার সেনা ও প্রকৌশলী পাঠানোর পরিকল্পনা করেছে, যার মধ্যে ১ হাজার এরই মধ্যে রাশিয়ায় পৌঁছে গেছে।

চলতি বছরের শুরুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছিলেন, উত্তর কোরিয়া কুরস্ক অঞ্চলে নির্মাণকর্মী ও মাইন অপসারণ বিশেষজ্ঞ পাঠাবে।

এপ্রিল মাসে প্রথমবারের মতো উত্তর কোরিয়া স্বীকার করে যে তারা রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিতে সেনা পাঠিয়েছে এবং এ যুদ্ধে তাদের সেনারা নিহত হয়েছেন।

গত মাসে উত্তর কোরীয় নেতা কিম জং উন নিহত সেনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের ‘অসহনীয় বেদনার’ প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম এক আহত সেনাকে বুকে জড়িয়ে ধরছেন এবং নিহত এক সেনার প্রতিকৃতির সামনে নত হয়ে পদক ও ফুল অর্পণ করছেন।

গত বছর উত্তর কোরিয়া সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম জং উন একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেন।

এতে পারস্পরিক প্রতিরক্ষা ধারাও অন্তর্ভুক্ত করা হয়, যা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার ইঙ্গিত দেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫