পুতিন-কিমকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শির ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে ট্রাম্পের এই মন্তব্যটি এমন সময় এলো, যখন শি বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিন ও কিমকে পাশে রেখে নিজেদের সামরিক শক্তির জানান দিচ্ছিলেন।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প লেখেন, “আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তখন ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণতম শুভেচ্ছা জানাবেন।”
চীনের এই কুচকাওয়াজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়। এই অনুষ্ঠানে পুতিন ও কিমসহ ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান শি জিংপিংয়ের পাশে উপস্থিত ছিলেন।
পর্যবেক্ষকদের মতে, পশ্চিমা দেশগুলো যাদের একঘরে করে রেখেছে, তাদের পাশে নিয়ে এটি ছিল বেইজিংয়ের এক ভিন্ন বার্তা দেওয়ার প্রচেষ্টা।
এর আগে ট্রাম্প চীন, রাশিয়া ও অন্যান্য দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখতে নারাজ ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা আরেক পোস্টে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনকে যুক্তরাষ্ট্রের দেওয়া ‘বিশাল পরিমাণ সমর্থন ও রক্তের’ কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, “চীনের বিজয় ও গৌরবের জন্য বহু আমেরিকান প্রাণ দিয়েছে। আমি আশা করি তাদের সাহসিকতা ও ত্যাগের জন্য তারা যথাযথভাবে সম্মানিত ও স্মরিত হবে!”
ট্রাম্পের শুল্কনীতির কারণে বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তারপর থেকে চীন নিজেকে যুক্তরাষ্ট্রের একটি বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাম্প বরাবরই তার শুল্কনীতিকে আমেরিকার স্বার্থ ও শিল্প রক্ষার জন্য অপরিহার্য বলে দাবি করে এসেছেন এবং এর জন্য যেকোনো কূটনৈতিক মূল্য দিতেও তিনি প্রস্তুত।
তবে বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক জোট গঠন করছে কিনা, বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না। মোটেও না। চীনের আমাদের প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, প্রেসিডেন্ট শির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু আমাদের প্রয়োজনের চেয়ে চীনেরই আমাদের বেশি প্রয়োজন। আমি বিষয়টি মোটেই ওভাবে দেখছি না।”
এর আগে মঙ্গলবার এক রেডিও সাক্ষাৎকারেও ট্রাম্প রাশিয়া ও চীনের মধ্যে জোট গঠন নিয়ে শঙ্কা উড়িয়ে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং তারা কখনোই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করবে না।