Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইসরায়েলের বন্দুক হামলায় জড়িত দুই ফিলিস্তিনি: ইসরায়েলি গণমাধ্যম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯

ইসরায়েলের বন্দুক হামলায় জড়িত দুই ফিলিস্তিনি: ইসরায়েলি গণমাধ্যম

বন্দুক হামলার পর ঘটনাস্থলে ইসরায়েলি নিরাপত্তাকর্মীরা।

ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে বন্দুক হামলায় দুই ফিলিস্তিনি জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সোমবার রামোত জংশন এলাকায় ওই বন্দুক হামলায় ছয় ইসরায়েলি নিহত হন। 

ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীর থেকে দুই বন্দুকধারী একটি গাড়িতে করে রামোতে পৌঁছান। তারা ‘কারলো’ সাবমেশিনগান দিয়ে ভীড়ের মধ্যে গুলি চালান। পরে ইসরায়েলি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীরাও নিহত হন। 

হামলাকারীদের দুজনেরই বয়স ২০ বছরের কাছাকাছি। তারা রামাল্লাহর কাছের গ্রাম কাটনা ও কুবেইবার বাসিন্দা। 

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দুজনেরই কারোরই আগের অপরাধের কোনো রেকর্ড নেই। তবে ইসরায়েলের ভেতরে ঢোকার কোনো অনুমোদনও তাদের ছিল না। 

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলার পরে ইতোমধ্যে পশ্চিম তীরে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সঙ্গে জেরুজালেমে আরও চার ব্যাটালিয়ন সেনা মোতায়েন করা হয়েছে। 

জরুরি বিভাগ মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) পরিচালক জেনারেল এলি বিন জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং সাতজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক বন্দুকধারী ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। 

এমডিএর প্যারামেডিক নাদাভ তাইব বলেন, “গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ামাত্র আমরা বড় সংখ্যায় ঘটনাস্থলে পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি, কয়েকজন মানুষ মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন কেউ রাস্তার পাশে, কেউ ফুটপাথে, আবার কেউ বাসস্টপের পাশে। চারপাশে ভাঙা কাচ, ধ্বংসস্তূপ ও চরম বিশৃঙ্খলার চিত্র চোখে পড়ে। আমরা দ্রুত আহতদের চিকিৎসা শুরু করি এবং বর্তমানে তাদের হাসপাতালে স্থানান্তরের কাজ চলছে।”

এদিকে, ইউনাইটেড হাতজালার মেডিকেল টিমও ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা সহায়তা দিচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

জেরুজালেমে হামলাটি এমন সময় ঘটল যখন ইসরায়েল গাজা দখলের পায়তারা করছে। এরই মধ্যে গাজা সিটিতে বড়ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক লাখ ৬২ হাজার ৭৭৬ জন। অনাহারে মারা গেছেন ৩৮৭ জন, তাঁদের মধ্যে ১৩৮ শিশু।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো গাজায় ইসরায়েলের এ নৃশংসতাকে গণহত্যা বলে অভিহিত করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫