Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নেপালে সেনাবাহিনীর ধরপাকড়ে আটক ২৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯

নেপালে সেনাবাহিনীর ধরপাকড়ে আটক ২৭

নেপালে চলমান ‘জেন জি’ প্রজন্মের নেতৃত্বাধীন বিক্ষোভে এক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

নেপালে চলমান বিক্ষোভ এবং অস্থিরতার মাঝে দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ২৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়।

একইসঙ্গে অভিযানে কাঠমান্ডুর গৌশালা-চাবাহিল-বৌদ্ধ এলাকা থেকে লুট হওয়া ৩৩ লাখ ৭০ হাজার নেপালি রুপি উদ্ধার করা হয়।

এছাড়া, কাঠমান্ডু থেকে ২৩টি এবং পোখারা থেকে আটটিসহ মোট ৩১টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

সংঘর্ষে আহত ২৩ জন নেপালি পুলিশ ও তিনজন বেসামরিক নাগরিক বর্তমানে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, দেশে সহিংসতা প্রতিরোধ এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সব নিরাপত্তা সংস্থা একযোগে সক্রিয়ভাবে কাজ করছে।

তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হলেও পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

উদ্ভূত পরিস্থিতিতে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বুধবার বিকাল ৫টা পর্যন্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা এবং বৃহস্পতিবার সকাল থেকে কারফিউ জারির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫