রাশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪

কামচাটকা অঞ্চলে আগ্নেয়গিরিও রয়েছে।
রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা অঞ্চলে শনিবার ভোরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের পূর্বদিকে ৬৯ দশমিক ৩ মাইল দূরে এবং এর গভীরতা ছিল প্রায় ৩৯ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র প্রথমে জানিয়েছিল, এ ভূমিকম্প থেকে সুনামির ঝুঁকি থাকতে পারে। তবে পরবর্তীতে তাদের ওয়েবসাইটে জানানো হয়, কোনো ধরনের সুনামি হুমকি বা সতর্কতা নেই।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে গত ২০ জুলাই কামচাটকা উপদ্বীপে অন্তত পাঁচটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৭ দশমিক ৪। কয়েক দিন পর একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার ফলে সুনামি সতর্কতা জারি করেছিল জাপান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া।