Logo
×

Follow Us

আন্তর্জাতিক

হামাসকে হুঁশিয়ারি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঘোষণা নেতানিয়াহুর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫

হামাসকে হুঁশিয়ারি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে চলতি মাসের শেষে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার জেরুজালেমে ইসরায়েলের অর্থনীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু নিজেই বৈঠকের কথা জানান বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইসরায়েল।

একই সঙ্গে হামাসকে গাজায় চলমান অভিযানের মধ্যে জিম্মিদের কোনো ক্ষতি না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নেতানিয়াহু বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার তিন দিন পর, অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।”

মাত্র একদিন আগেই দেশকে ‘আত্মনির্ভরশীল’ হওয়ার পরামর্শ দিয়ে নিজ দেশেই সমালোচিত হয়েছিলেন তিনি।

নেতানিয়াহু জানান, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে বৈঠক করার আমন্ত্রণ পান তিনি। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার পর থেকে ট্রাম্পের সঙ্গে তার একাধিকবার ‘ভালো’ আলোচনা হয়েছে।

জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর এটি হবে দুই নেতার চতুর্থ বৈঠক।

এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযান শুরুর দিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফর করেন।

সফরকালে রুবিও ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, হামাসের আত্মসমর্পণই হবে ‘আদর্শ ফলাফল’।

গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা না করার ইঙ্গিত দিয়ে রুবিও বলেন, “আমরা এখন পরবর্তী পদক্ষেপের দিকে মনোযোগ দিচ্ছি।”

দোহায় ওই হামলায় হামাসের কোনো শীর্ষ নেতা নিহত না হলেও হামাসের পাঁচ সদস্য এবং কাতারের একজন নিরাপত্তাকর্মী নিহত হন। এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনি হামলার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। তবে নেতানিয়াহু মঙ্গলবার আবারও নিশ্চিত করেন যে, হোয়াইট হাউসের দেওয়া তথ্যই সঠিক এবং এই হামলার দায় পুরোপুরি ইসরায়েলের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫