Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আইএইএ এর সঙ্গে সম্পর্ক স্থগিত করবে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪

আইএইএ এর সঙ্গে সম্পর্ক স্থগিত করবে ইরান

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি), যার সভাপতিত্ব করছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতার সম্পর্ক ‘কার্যত স্থগিত’ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে এমন সিদ্ধান্ত নিবে তারা।

দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) শনিবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে হওয়া বৈঠকে এ সিদ্ধান্তর কথা ঘোষণা করে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এর প্রতিবেদন অনুসারে, পশ্চিমা দেশগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইরানের ওপর চলতি মাসের শেষের দিকে কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপের প্রস্তুতি নিচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরান এই কঠোর অবস্থান নিয়েছে।

এদিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য (ই৩) ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য প্রক্রিয়া শুরু করেছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা এই পদক্ষেপকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যায়িত করে বলেছে, এটি আইএইএ-র সঙ্গে ইরানের সহযোগিতার পথকে বন্ধ করে দিবে।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার একটি প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এসএনএসসি এই সতর্কবার্তা দেয়।

এর ফলে, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসার পথ তৈরি হয়েছে।

পুনরায় আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণ নিষিদ্ধকরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।

এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগকে ২০১৫ সালের পরমাণু চুক্তির অন্য দুই স্বাক্ষরকারী দেশ রাশিয়া ও চীন প্রত্যাখ্যান করেছে।

এসএনএসসি এক বিবৃতিতে বলেছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইএইএ'র সঙ্গে সহযোগিতা ও পরমাণু ইস্যু সমাধানের প্রস্তাব থাকার পরেও ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ কার্যত সংস্থার সঙ্গে সহযোগিতার পথকে স্থগিত করবে।”

চলতি মাসের শুরুতে কায়রোতে ইরান ও আইএইএ-র মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে- বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়া স্থানগুলোতে, পরিদর্শন পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তি হয়েছিল।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, “যদি কূটনীতির ক্ষেত্রে বিশেষ কিছু না ঘটে তবে কায়রোতে আইএইএ-এর সঙ্গে হওয়া এই চুক্তি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।”

২০১৫ সালে ইরান, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ই৩ দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) অনুযায়ী, তেহরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছিল।

কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে এবং ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে চুক্তিটি ভেঙে পড়ে।

এদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের উপর আরোপিত যেকোনো বাধা অতিক্রম করার অঙ্গীকার করেছেন।

তিনি বলেছেন, “এই ভূখণ্ডের শত্রুরা আমাদের পথ বন্ধ করতে পারবে না।”

মার্কিন সমর্থিত ইসরায়েলি হামলায় নাতানজ ও ফোর্দোর মতো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানি বিশেষজ্ঞরা সেগুলো পুনর্নির্মাণ করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫