Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা, ন্যাটোভুক্ত পোল্যান্ডে সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৭

ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা, ন্যাটোভুক্ত পোল্যান্ডে সতর্কতা

রাশিয়ার হামলায় কিয়েভে বিধ্বস্ত বাড়ি-গাড়ি।

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে রবিবার ভোরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় সামরিক প্রশাসনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত চার জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন।

সারাদেশে জারি করা হয়েছে বিমান হামলার সতর্কতা। কিয়েভের বাসিন্দারা নিরাপদে থাকার জন্য পাতাল রেল স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। রবিবার সকাল পর্যন্ত এই হামলা অব্যাহত ছিল।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎস্ককো শহরবাসীকে ‘ব্যাপক’ হামলার বিষয়ে সতর্ক করে নিরাপদ আশ্রয়ের মধ্যে থাকার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, হামলায় রাশিয়া শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, প্রায় ৫০০ আত্মঘাতি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর মধ্যে হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্রও ছিল। 

তিনি আরও জানান যে এই হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাশিয়ার এই হামলার জন্য অর্থনৈতিকভাবে কঠোর মূল্য নিশ্চিত করতে হবে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক এই হামলাকে ‘বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন।

তিনি নিশ্চিত করেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে চার জন আহত হয়েছেন।

ইয়ারমাক বলেন, “এই কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। তবে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক আঘাত আরও জোরালো হওয়া উচিত।”

হামলার তীব্রতা এবং পার্শ্ববর্তী সতর্কতা

একজন স্বাধীন পর্যবেক্ষক এই হামলাকে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভ ও এর আশেপাশে চালানো অন্যতম বৃহত্তম রুশ হামলা বলে উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এটিকে ‘শহরবাসী প্রত্যক্ষ করা সবচেয়ে কঠিন হামলাগুলোর মধ্যে একটি’ বলে বর্ণনা করেছে।

এদিকে, প্রতিবেশী পোল্যান্ডও সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় পোল্যান্ড সরকার তাদের দক্ষিণ-পূর্বের দুটি শহরের কাছের আকাশপথ বন্ধ করে দেয় এবং দেশের বিমান বাহিনী ও মিত্র বাহিনীর যুদ্ধবিমানগুলোকে আকাশে উড্ডয়নের নির্দেশ দেয়।

পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই পদক্ষেপগুলো তাদের নিজস্ব আকাশপথ সুরক্ষিত রাখতে এবং ইউক্রেনের সীমান্তবর্তী এলাকার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।

কিয়েভের আকাশে সারারাত ধরে বিমান-বিধ্বংসী গোলাবর্ষণ চলতে থাকে, যা এই হামলার ভয়াবহতা স্পষ্ট করে তোলে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫