Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আবারও গাজার ওষুধ-ত্রাণবাহী নৌযান আটকে দিল ইসরায়েলি বাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:৪৫

আবারও গাজার ওষুধ-ত্রাণবাহী নৌযান আটকে দিল ইসরায়েলি বাহিনী

ভিডিওতে থুনবার্গকে নৌযান থেকে সরিয়ে নিতে দেখা গেছে।

ফিলিস্তিনের গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহরে আবারও হস্তক্ষেপ করেছে ইসরায়েল। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আটটি নৌযান থামিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজন মানবাধিকারকর্মীকে, তাদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও।

দি ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বুধবার রাতে ভূমধ্যসাগরে, গাজা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নৌযানগুলোতে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। আটক কর্মীদের এখন ইসরায়েলের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে ‘ইয়ম কিপুর’ উপলক্ষে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে প্রথমে খবরটি জানানো হয়। তাদের তথ্যমতে, যেসব নৌযান আটক হয়েছে সেগুলো হলো দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু।

পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জানায়, ‘হামাস–সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে এবং আরোহীদের বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ ও নিরাপদ আছেন।’ 

প্রকাশিত ভিডিওতে থুনবার্গকে নৌযান থেকে সরিয়ে নিতে দেখা গেছে।

নৌবহরের সঙ্গে হামাসের সম্পর্ক আছে এমন দাবি করে আসছে ইসরায়েল। যদিও এর কোনো প্রমাণ দিতে পারেনি তারা। আন্তর্জাতিক জলসীমায় এভাবে হস্তক্ষেপ ও আটক অভিযানের নিন্দা জানিয়েছে ফ্লোটিলা কর্তৃপক্ষ।

তাদের ভাষায়, “ন্যায়ের পক্ষে কথা বলা মানুষদের অপহরণ করা হয়েছে। অবৈধ হলো ইসরায়েলের জাতিগত নিধন, গাজা অবরোধ এবং অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার।”

গাজায় অবরোধ আরোপ ও নির্বিচার হামলার মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে প্রায় দুই বছরে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে খাদ্য ও ওষুধের তীব্র সংকটে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে গাজার মানুষ।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগ। ৪০টিরও বেশি নৌযানের এই বহরে আছেন ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ—মানবাধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী ও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরাও।

ফ্লোটিলার যাত্রা শুরু হয় গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পথে ইতালি, তিউনিসিয়া ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়। জুন ও জুলাই মাসেও এ ধরনের দুটি নৌযান—‘ম্যাডলিন’ ও ‘হান্দালা’—আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে নিয়েছিল ইসরায়েলি বাহিনী। তখনও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫