Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রাশিয়া-উত্তর কোরিয়া: কিমের চোখে ‘অমর বন্ধুত্ব’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৭

রাশিয়া-উত্তর কোরিয়া: কিমের চোখে ‘অমর বন্ধুত্ব’

সময় যত গড়াচ্ছে- পুতিন ও কিমের সম্পর্কও আরও ঘনিষ্ঠ হচ্ছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়ার সঙ্গে তাঁর দেশের সম্পর্ককে শুধু গভীর নয়, একেবারে ‘অমর’ বলে অভিহিত করেছেন।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিনে দেওয়া এক বার্তায় কিম দু'দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির প্রতি অবিচল থাকার অঙ্গীকার করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার কিমের এই বার্তা প্রকাশ করে, যেখানে তাকে পুতিনের ‘জ্ঞানী নেতৃত্ব’ এবং ‘দেশপ্রেমিক ভক্তির’ ভূয়সী প্রশংসা করতে দেখা যায়।

কিম জং-উন ঘোষণা করেন, পিয়ংইয়ং ও মস্কো সর্বদা একসঙ্গে থাকবে এবং এই বন্ধুত্ব চিরস্থায়ী হবে।

বিশ্ব মঞ্চে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের কথা তুলে ধরে কিম তাঁর বার্তায় রাশিয়াকে একটি বিশ্বশক্তি হিসেবে উল্লেখ করেন, যা ‘একটি নতুন, বহু-মেরুক বিশ্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে’।

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া বর্তমানে ‘তার গৌরব প্রদর্শন করছে’।

এই প্রেক্ষাপটে, কিম রাশিয়ার ‘জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থ রক্ষার ন্যায্য সংগ্রামে’ উত্তর কোরিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

কিম প্রতিজ্ঞা করেন যে পিয়ংইয়ং ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) এবং রাশিয়ার মধ্যে আন্তঃরাজ্য চুক্তির বাস্তবায়নে বিশ্বস্ত থাকবে’ এটিকে তিনি ‘ভ্রাতৃত্বের কর্তব্য’ হিসেবে বর্ণনা করেন।

দুই দেশের এই চুক্তির সামরিক তাৎপর্য অত্যন্ত গভীর। ২০২৪ সালের জুন মাসে স্বাক্ষরিত এই ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ পারস্পরিক প্রতিরক্ষা ধারা রয়েছে।

এই ধারা অনুযায়ী, যদি কোনো পক্ষ সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে অপর পক্ষ বিলম্ব না করে সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করবে।

চুক্তির বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।

রুশ প্রেসিডেন্ট পুতিন নিজেই ইউক্রেনের বিরুদ্ধে ‘আধুনিক নব্য-নাৎসিবাদ বিরোধী’ যৌথ লড়াইয়ে পিয়ংইয়ংয়ের অংশগ্রহণের প্রশংসা করেছেন।

ইউক্রেনীয় বাহিনীর একটি বড় আকারের অনুপ্রবেশ প্রতিহত করার জন্য কুরস্ক অঞ্চলে রাশিয়ার সৈন্যদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কিম জং-উনের এই উষ্ণ বার্তা এবং চুক্তির প্রতি তার দৃঢ় প্রতিজ্ঞা এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা এই দুই দেশের সামরিক ও অর্থনৈতিক জোট ক্রমশ শক্তিশালী হচ্ছে।

এই জোট কেবল দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে না, বৈশ্বিক ভূ-রাজনীতিতেও নতুন সমীকরণের জন্ম দিচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫