ইসরায়েলের কাছে সিনওয়ারের মরদেহ ফেরত চেয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৫:২৩

ইয়েমেনের রাজধানী সানার একটি মিছিলে ইয়াহিয়া সিনওয়ারের প্রতিকৃতি।
গাজায় বন্দি ৪৮ জিম্মির বিনিময়ে ইসরায়েলের কাছে তাদের নিহত নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মুহাম্মদ সিনওয়ারের মরদেহ ফেরত চেয়েছে হামাস। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, হামাসের এই দাবি নতুন নয়—এর আগে তারা একই অনুরোধ জানিয়েছিল, তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুসারে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দিতে হবে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে প্রায় ২০ জন এখনও জীবিত।
বিনিময়ে ইসরায়েলকে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি, ৭ অক্টোবরের হামলার পর আটক এক হাজার ৭০০ গাজাবাসী এবং প্রত্যেক নিহত জিম্মির জন্য ১৫ জন নিহত গাজাবাসীর দেহাবশেষ ফেরত দিতে হবে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এ প্রস্তাব নিয়ে বর্তমানে মিসরে পরোক্ষ আলোচনা চলছে।
গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ গাজার একটি ভবনে ইসরায়েলি সেনাদের অভিযানে নিহত হন ইয়াহিয়া সিনওয়ার। মরদেহের ডিএনএ পরীক্ষার পর ইসরায়েল এই হামাস নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।