Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তে ট্যাংক মোতায়েন তালেবানের, বাড়ছে সংঘাতের তীব্রতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

পাকিস্তান সীমান্তে ট্যাংক মোতায়েন তালেবানের, বাড়ছে সংঘাতের তীব্রতা

তালেবানের ট্যাংক মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে টোলো নিউজ।

পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে তালেবান। আফগানিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনের আলোকে এমনটাই জানিয়েছে আল জাজিরা।

এ ছাড়াও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রবিবার দেওয়া এক বিবৃতিতে দাবি করেছেন, তালেবান যোদ্ধারা দেশটির বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।   

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খাইবার পাখতুন খোয়ার বেশ কয়েকটি জেলার সীমান্তে গুলি চালাচ্ছে তালেবান। খাইবার জেলায় ব্যবহার করা হচ্ছে ভারী অস্ত্র।

এর আগে আফগান সীমান্তে তালেবানের ১৯ সীমান্ত চৌকি দখলের পাকিস্তানের দাবির পরই পাল্টা তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের যোদ্ধাদের পাকিস্তানি সেনাদের ২৫ সীমান্ত চৌকি দখল করেছে।

সীমান্ত চৌকি দখলের পাশাপাশি চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৮ জন পাকিস্তানি সেনাকেও হত্যার দাবি করেছে তালেবান।

এর আগে পাকিস্তানের পক্ষ থেকেও ৫০ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করা হয়। যদিও আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ এরই মধ্যে ৯ জন আফগান যোদ্ধার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।  

তবে পাকিস্তানি সেনা হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫