ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস রামাল্লায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

রামালায় হাজার হাজার মানুষ মুক্ত বন্দীদের স্বাগত জানাতে রাস্তায় নেমে এসেছে।
ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী কয়েকটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে- বাসগুলো শহরে প্রবেশ করছে, যেখানে বন্দিদের স্বাগত জানাতে শত শত মানুষ অপেক্ষা করছিল।
এর আগে দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগার থেকেও কয়েকটি বাস গাজা অভিমুখে যাত্রা করে, যাতে মুক্ত ফিলিস্তিনি বন্দিরা ছিলেন।
এই বাসে ঠিক কতজন বন্দী রয়েছেন- তা স্পষ্ট নয়। চুক্তি মোতাবেক, দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের।
এই মুক্তি ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সম্পন্ন হচ্ছে, যার আওতায় বন্দি বিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই মধ্যে হামাসের কাছে থাকা সব জীবিত জিম্মিকে হস্তান্তর করা হয়েছে।
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ১৩ জন জিম্মিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে হামাসের ছেড়ে দেওয়া ৭ জন জিম্মিকে রেড ক্রস এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
যুদ্ধ শুরুর দুই বছর পর এই প্রথম হামাসের কাছে আর কোনো জীবিত ইসরায়েলি জিম্মি নেই। আর ২৮ জিম্মির মরদেহ আজকের মধ্যেই হামাস হস্তান্তর করবে বলেও জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সব জিম্মিকে পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে নেওয়া হবে, যাতে তারা চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তা পান। এর মধ্যে যারা জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তায় রয়েছেন, তাদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে ইসরায়েলি বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।