Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:১৩

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে যখন মিসরে বিশ্বনেতাদের সম্মেলন চলছে, ঠিক সেই সময় ধূমপানবিরোধী প্রচারে নতুন এক ‘নিশানা’ বেছে নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

দি ইকোনমিক টাইমস জানিয়েছে, সোমবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে তিনি বলেন, মেলোনির ধূমপানের অভ্যাসটি ছাড়ানোই এখন তার লক্ষ্য।

তুর্কি বার্তা সংস্থা ইহলাসে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এরদোয়ান মেলোনিকে উদ্দেশ করে বলছেন, “আমি দেখলাম, আপনি উড়োজাহাজ থেকে নামছেন, আপনাকে দারুণ লাগছিল। কিন্তু একটা সমস্যা আছে। আপনার ধূমপানের অভ্যাসটা আমাকে ছাড়াতে হবে।”

এরদোয়ানের এই কথায় পাশে দাঁড়িয়ে থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ হাসতে হাসতে বলেন, “এটা অসম্ভব!”

মেলোনিও হেসে উত্তর দেন, “আমি জানি, আমি জানি। আমি কারও ক্ষতি করতে চাই না।”

ইতালির প্রধানমন্ত্রী এর আগে এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে বলেছিলেন, ধূমপানের অভ্যাস তার জন্য কখন কখনও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতেও সহায়ক হয়েছে। বিশেষ করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের মতো নেতাদের সঙ্গে।

অন্যদিকে, এরদোয়ান দীর্ঘদিন ধরেই ধূমপানবিরোধী প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। তার লক্ষ্য ‘ধূমপানমুক্ত তুরস্ক’ গড়ে তোলা।

আঙ্কারায় চলছে ২০২৪–২০২৮ মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনা। এর উদ্দেশ্য ধূমপানবিরোধী সচেতনতা সৃষ্টি, তরুণদের ধূমপান থেকে বিরত রাখা এবং যারা ধূমপান ছাড়তে চান তাদের সহায়তা করা।

সোমবার শারম আল শেখে অনুষ্ঠিত ওই সম্মেলনে অংশ নেন এরদোয়ান ও মেলোনি।

লোহিত সাগর সংলগ্ন এই পর্যটন শহরে আয়োজিত ‘শান্তি সম্মেলনে’ গাজায় যুদ্ধবিরতি সমর্থন, হামাস–ইসরায়েল সংঘাতের অবসান, বিধ্বস্ত ফিলিস্তিনের পুনর্গঠন ও ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫