Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দোনবাস প্রায় পুরোটাই রাশিয়ার দখলে, জানালেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:০৯

দোনবাস প্রায় পুরোটাই রাশিয়ার দখলে, জানালেন ট্রাম্প

জেলেনস্কিকে দোনবাসে রাশিয়ার দখল কার্যত মেনে নিতে বলছেন ট্রাম্প। ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি

রাশিয়া ও ইউক্রেনকে দোনবাসে বর্তমান যুদ্ধরেখায় যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অঞ্চলটির প্রায় ৭৮ শতাংশ এরই মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, তাই এই অবস্থাতেই যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত।

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর এবং পরের দিন হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের দুইদিন পরে ট্রাম্প এ মন্তব্য করলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়া টুডে।

রবিবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের মনে হয়, এখনই তাদের থামা উচিত- যেখানে তারা আছে, সেখানেই। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব কঠিন। তারা যুদ্ধরেখায় থামুক, ঘরে ফিরুক, মানুষ হত্যা বন্ধ করুক- এইটুকুই হোক।”

দোনবাস অঞ্চল নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “এটাকে যেমন আছে তেমনই থাকতে দিন। আমার ধারণা, অঞ্চলটির প্রায় ৭৮ শতাংশ রাশিয়া দখলে নিয়েছে। আপাতত এটাকে এভাবেই রেখে দেওয়া হোক, পরে তারা চাইলে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবে।”

২০১৪ সালে পশ্চিমা সমর্থিত অভ্যুত্থানের পর ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দেয় ডনবাসের দুটি অঞ্চল- দোনেৎস্ক ও লুহানস্ক। ২০২২ সালের সেপ্টেম্বরে এ দুটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার নতুন সীমানা স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়।

রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ গত আগস্টে জানান, বর্তমানে ইউক্রেনীয় সেনারা দোনেৎস্ক অঞ্চলের প্রায় ২০ শতাংশ এবং লুহানস্কের ১ শতাংশেরও কম এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছেন, কার্যকর যুদ্ধবিরতির জন্য ইউক্রেনীয় বাহিনীকে পুরো দোনবাস অঞ্চল থেকে সরে যেতে হবে। পাশাপাশি রাশিয়ার নতুন সীমানা স্বীকৃতি দেওয়াও হবে স্থায়ী শান্তির একটি শর্ত।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে স্বাগত জানিয়েছেন, তবে রাশিয়াকে কোনো ‘অতিরিক্ত ভূখণ্ড’ ছাড় দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫