প্যারিসের ল্যুভর থেকে রত্ন চুরির ঘটনায় কয়েকজন গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:২২
চুরির ঘটনা তদন্তে ল্যুভর জাদুঘরের একটি জানালা থেকে নমুনা নিচ্ছেন ফরেনসিক টিমের সদস্যরা।
ফ্রান্সের ল্যুভর জাদুঘর থেকে রাজমুকুটের কিছু রত্ন চুরির ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাহিনীটি জানিয়েছে, শনিবার প্যারিসের উপকণ্ঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন চার্লস দ্য গল বিমানবন্দর থেকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্যারিসের প্রসিকিউটর লর বেকো।
রয়টার্স জানিয়েছে, খবরটি প্রথম প্রকাশ করে ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েন ।
সংবাদপত্রটি জানিয়েছে, প্রায় ৩০ বছর বয়সী দুই যুবককে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তারা সেঁন-সাঁ-দেনি এলাকার বাসিন্দা এবং পুলিশের পরিচিত মুখ। গ্রেপ্তারদের একজন আলজেরিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগমুহূর্তে ধরা পড়েন।
তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বা তাদের বিস্তারিত পরিচয় কী সেটি জানাননি প্রসিকিউটর লর বেকো। এক বিবৃতিতে সাংবাদিকদের কাছে তথ্য ফাঁসের ঘটনাকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি।
লর বেকো বলেন, “তথ্য ফাঁসের কারণে তদন্তে বাধা তৈরি হতে পারে। চুরি হওয়া গয়না উদ্ধার ও পুরো চক্রকে ধরার জন্য প্রায় ১০০ তদন্তকর্মী কাজ করছেন। এই মুহূর্তে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়ার সময় আসেনি।”
১৯ অক্টোবর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর ল্যুভর থেকে প্রায় ১০ কোটি ২০ লাখ ডলারের আটটি মূল্যবান গয়না চুরি হয়। চোরেরা একটি ক্রেন ব্যবহার করে খোলা অবস্থায় থাকা জাদুঘরের ওপর তলার জানালা ভেঙে ভেতরে ঢোকে। চুরির পর তারা মোটরবাইকে পালিয়ে যায়।
