Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মামদানির সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

মামদানির সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি। ছবি: দ্য গার্ডিয়ান

একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেও শীঘ্রই নিউ ইয়র্ক সিটির নব্ নির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্যা গার্ডিয়ান জানায়, রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, “মামদানি আমাদের সঙ্গে দেখা করতে চান, এবং আমরা কিছু একটা সমাধান করবো।“

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, “মামদানি ওয়াশিংটনে এসে তার সাথে দেখা করতে চেয়েছেন। আমরা কিছু একটা সমাধান বের করবো।“

তিনি আরও বলেন, 'আমরা চাই সবকিছু নিউইয়র্কের জন্য ভালোভাবে এগিয়ে যাক।'

এদিকে সোমবার বিকেলে মামদানি নিশ্চিত করেন যে তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি বলেন, “প্রচারণার সময়ই আমরা নিউ ইয়র্কবাসীর প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি সেইসব ৮৫ লাখ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা নিউ ইয়র্ককে নিজেদের বাড়ি মনে করে। তাদের ডাকে সাড়া দিতে তিনি যেকোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। মানুষের উপকারে এবং অত্যাধিক ব্যয়ের কারণে যাদের শহর ছেড়ে যেতে হচ্ছে তিনি তাদের সহায়তা করবেন।“

মামদানি আরও বলেন, "ওয়াশিংটনে প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্মকাণ্ড আমরা দেখছি। এসব নিউইয়র্কবাসীর উপর উল্টো প্রভাব ফেলছে। আমি সেখানে গিয়ে প্রেসিডেন্টকে বোঝাতে চাই এসব নীতির পরিবর্তন জরুরি। আমরা চাই নিউইয়র্কবাসী ও মার্কিজন নাগরিকরদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেনো সাধ্যের মধ্যে থাকে।"

গত সপ্তাহে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, তিনি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করেছিলেন।

মামদানি বলেন, "আমি আমার কাজের ক্ষেত্রে সক্রিয়ভাবে উদ্যোগ নেব। আর আমার মনে হয় এটি জরুরি, কারণ ৮৫ লাখ মানুষের মেয়র হিসেবে আমার যে দায়িত্ব, তাতে যেকোনো ব্যক্তির সঙ্গে কাজ করতে উন্মুক্ত থাকা গুরুত্বপূর্ণ—আপনার যত মতপার্থক্য থাকুক না কেন।"

ট্রাম্পকে তিনি কী বলবেন—এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, তিনি বলবেন: "আমি এখানে এসেছি মানুষগুলোর কল্যাণে কাজ করতে। যেখানে সেই লক্ষ্য পূরণে কাজ করার সুযোগ আছে, আমি প্রস্তুত। আর যদি কেউ নিউইয়র্কবাসীর ক্ষতির কারণ হয়, আমি তার বিরুদ্ধে লড়ব।"

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বারবার মামদানিকে আক্রমণ করায় তাদের এই সাক্ষাৎ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মামদানিকে 'কমিউনিস্ট উন্মাদ' বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। মামদানি জিতলে শহরটির ওপর থেকে ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। এমনকি মামদানির নাগরিকত্ব কেড়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন।

মামদানি এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি শুধু আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ নয়, বরং প্রত্যেক নিউইয়র্কবাসীর উদ্দেশে একটি বার্তা: যদি আপনি মুখ খুলেন, তারা আপনার পেছনে লাগবে।‘’

মামদানি বারবার বলেছেন, তিনি নির্বাচিত হলে নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করলে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫