Logo
×

Follow Us

আন্তর্জাতিক

‘ভূয়া’ প্রকল্পে বিলিয়ন ডলার গায়েব, দুই মন্ত্রীর পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:০৯

‘ভূয়া’ প্রকল্পে বিলিয়ন ডলার গায়েব, দুই মন্ত্রীর পদত্যাগ

গত রবিবার ম্যানিলায় অনুষ্ঠিত এক বিক্ষোভে ৫ লাখেরও বেশি মানুষ অংশ নেয়। ছবি: সংগৃহীত

ফিলিপাইনে ‘বিলিয়ন ডলার দুর্নীতি ও ভূয়া’ অবকাঠামো প্রকল্পের অভিযোগে দেশজুড়ে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রের মন্ত্রিসভার দুই শীর্ষ সদস্য মঙ্গলবার পদত্যাগ করেছেন।

চলমান দুর্নীতি তদন্তে তাদের সংশ্লিষ্টতা উঠে আসার পর এই পদত্যাগের ঘটনা ঘটে।

প্রেসিডেন্সিয়াল প্যালেসের প্রেস অফিসার ক্লেয়ার ক্যাস্ট্রো জানান, এক্সিকিউটিভ সেক্রেটারি লুকাস বারসামিন এবং ডিপার্টমেন্ট অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্টের সেক্রেটারি আমেনা পাঙ্গানদামান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ক্যাস্ট্রোর ভাষায়, “বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়মের অভিযোগে তাদের বিভাগের নাম আসায় এবং প্রশাসনকে সঠিকভাবে বিষয়টি তদন্তে সহায়তা করার স্বার্থে তারা পদত্যাগকে দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করেছেন।”

এই দুই মন্ত্রী এখন পর্যন্ত দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রী বলে উল্লেখ করেছেন সিঙ্গাপুরভিত্তিক আইএসইএএস–ইউসুফ ইশাক ইনস্টিটিউটের ভিজিটিং সিনিয়র ফেলো ও ফিলিপাইন বিষয়ক বিশ্লেষক এরিস আরুগয়ে।

তার মতে, কেলেঙ্কারিটি মারকোস প্রশাসনের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।

আরুগয়ে জানান, প্রেসিডেন্ট মারকোস এখনো সরাসরি এই সংকটে জড়িয়ে পড়েননি, তবে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

তিনি বলেন, “প্রেসিডেন্টকে ঘটনাটি থেকে দূরে রাখতে চাচ্ছে প্রেসিডেন্সিয়াল প্যালেস। তাই এক্সিকিউটিভ সেক্রেটারি ও বাজেট সেক্রেটারি ‘কমান্ড রেসপনসিবিলিটি’ নিয়ে পদত্যাগ করেছেন।”

তবে আরুগয়ের বিশ্লেষণে, মারকোস এখনো জাতীয় কংগ্রেসে ‘স্বাচ্ছন্দ্যপূর্ণ’ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন, কারণ বেশিরভাগ আইনপ্রণেতা ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের নেতৃত্বের তুলনায় মারকোসকে বেশি গ্রহণযোগ্য মনে করেন।

কিন্তু তিনি সতর্ক করে বলেন, “আরো প্রমাণ বের হলে সব হিসাবই বদলে যেতে পারে।”

দুর্নীতি ইস্যু নতুন মাত্রা পায় যখন প্রভাবশালী রাজনীতিবিদ জালদি কো, যিনি বর্তমানে ফিলিপাইনের বাইরে আছেন, অভিযোগ করেন যে মারকোস নিজেই তাকে প্রায় ১৭০ কোটি ডলার ‘সন্দেহজনক পাবলিক ওয়ার্কস প্রকল্পে’ বাজেট বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন।

যদিও এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই হয়নি, তা রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জালদি কো-ই ছিল প্রথম দফায় চার্জশিট হওয়া কর্মকর্তাদের একজন, যা দীর্ঘ তদন্তের ফলাফল হিসেবে এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এই দুর্নীতি কেলেঙ্কারি শুরু হয় জুলাইয়ে, যখন মারকোস কংগ্রেসে দেওয়া এক ভাষণে জানান- বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে বরাদ্দকৃত সরকারি তহবিল বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে ব্যাপকভাবে লোপাট করা হয়েছে।

অনেক ক্ষেত্রে নিম্নমানের অবকাঠামো নির্মাণ করা হয়েছে; আর কিছু কিছু ক্ষেত্রে কোনো স্থাপনাই নির্মিত হয়নি। নিয়মিত টাইফুন ও ভয়াবহ বন্যার কবলে পড়া ফিলিপাইনের জন্য এই অর্থ আত্মসাৎ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

কেলেঙ্কারি জনমনে ক্ষোভ তৈরি করেছে এবং দেশজুড়ে চলছে বিক্ষোভ।

গত রবিবার ম্যানিলায় অনুষ্ঠিত এক বিক্ষোভে ৫ লাখেরও বেশি মানুষ অংশ নেয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ফিলিপাইনের এই দুর্নীতি সংকট প্রশাসনকে চাপে ফেলেছে, আর তদন্ত যত গভীরে যাচ্ছে ততই মারকোস সরকারের সামনে রাজনৈতিক ঝুঁকি বাড়ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫