Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রাশিয়ায় করোনায় রেকর্ড মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২০, ১৫:৩৬

রাশিয়ায় করোনায় রেকর্ড মৃত্যু

করোনাভাইরাসে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০৭ জনে দাঁড়ালো।

মঙ্গলবার (২৬ মে) দেশটির কর্মকর্তারা জানান, নতুন করে আরো ৮ হাজার ৯১৫ জন আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জনে।

দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ১২৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যায় বিশ্বে তিনে অবস্থান রাশিয়ার।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের। সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্ব প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫