Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে এবার রেমডেসিভির ব্যবহারের অনুমোদন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৯:৫৭

যুক্তরাজ্যে এবার রেমডেসিভির ব্যবহারের অনুমোদন

যুক্তরাষ্ট্র, জাপান ও বাংলাদেশের পর এবার যুক্তরাজ্যে করোনাভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।    

যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) কর্তৃপক্ষ জানায়, রেমডেসিভির ব্যবহারে করোনাভাইরাস আক্রান্তদের সুস্থ হতে কম সময় লাগার বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়ার পর এ রোগের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালে রোগীর উপর ওষুধটি প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আশা করছেন, করোনা মহামারির প্রাদুর্ভাবের পর এই রোগের চিকিৎসায় এটিই সর্ববৃহৎ পদক্ষেপ হতে যাচ্ছে।

অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির মূলত ইবোলা সংক্রমণের বিরুদ্ধে ব্যবহার করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থ্যা এফডিএ কভিড-১৯ রোগের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি দেয়। জাপান সরকারও অনুমোদন দিয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার বাংলাদেশ সরকার একই ধরনের উদ্যোগ নেয়।

যুক্তরাজ্যে বর্তমানে ওষুধটির সরবরাহে স্বল্পতা আছে। তাই সেখানেও আপাতত বেছে বেছে যেসব রোগীর ক্ষেত্রে ওষুধটি বেশি কার্যকর হতে পারে তাদের সেটি প্রয়োগ করা হবে।

যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশ করোনার চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের ‘ক্লিনিক্যাল টেস্ট’ চলছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রেমডেসিভির ব্যবহারে চারদিনের মধ্যে রোগীর শরীরে ভাইরাস সংক্রমণের উপসর্গ কমতে শুরু করে। তবে এই ওষুধ ব্যবহরে রোগীর জীবনরক্ষার প্রমাণ এখনো পাওয়া যায়নি।

নিউমোনিয়ার মতো উপসর্গসহ নতুন রোগ কভিড-১৯ এর চিকিৎসায় কার্যকর কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে উপসর্গ নিরাময়ে হাইড্রোক্সিক্লোরোকুইন, ফ্যাভিপিরাভির ও রেমডেসিভির মতো প্রচলিত কিছু ওষুধ ব্যবহার হচ্ছে বিভিন্ন দেশে।

শুরুতে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে হইচই হলেও ওষুধটির ঝুঁকি নিয়ে একটি গবেষণা প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা রোগীদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ স্থগিত ঘোষণা করেছে।

রেমডেসিভির নিয়ে ইউনিভার্সিটি অব লিডস মেডিকেল স্কুলের ডা. স্টেফেন গ্রিফিন বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে এটা সম্ভবত সবচেয়ে আশাপ্রদ ওষুধ। মুমূর্ষু রোগীদের এটা প্রথমে দেয়া উচিত হবে।

তবে এই ওষুধে রাতারাতি অবস্থার পরিবর্তন হয়ে যাবে এমনটা আশা করা ঠিক হবে না বলেও মনে করেন তিনি, বরং আমরা রোগী সুস্থের হার বাড়ার ও মৃত্যুহার কমার আশা করতে পারি। আশা করি এই ওষুধে অনেক রোগী উপকৃত হবেন। -ডয়চে ভেলে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫