Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পুলিশের শ্বাসরোধ করে হত্যার প্রয়োজন হতে পারে: ট্রাম্প

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২০, ১৫:৩০

পুলিশের শ্বাসরোধ করে হত্যার প্রয়োজন হতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শ্বাসরোধ করে কখনো কখনো পুলিশের হত্যা করার প্রয়োজন হতে পারে। 

তিনি এমন ঘটনাকে ‘নির্দোষ’ বলে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন।

ট্রাম্প বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে পুলিশ কোনো ব্যক্তিকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করতেই পারে। যদি কোনো পুলিশ কর্মকর্তা বাজে পরিস্থিতিতে পড়েন ও তিনি কাউকে ধরলেন সে সময় তাকে সতর্ক থাকতে হবে।

গতকাল শুক্রবার (১২ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। 

ট্রাম্প বলেন, শ্বাসরোধ করে হত্যার ধারণাটা খুবই নির্দোষের ও খুবই সঠিক। তিনি ব্যক্তিগতভাবে শ্বাসরোধ করে হত্যা পছন্দ করেন না কিন্তু কঠিন ও বাজে পরিস্থিতিতে এটা প্রয়োজন হতে পারে। 

ট্রাম্প একথাও স্বীকার করেন, অনেক ক্ষেত্রেই শ্বাসরোধ করে হত্যার ঘটনার অবসান হওয়া উচিত।

তিনি আরো বলেন, শ্বাসরোধ করে হত্যার ঘটনা ভালো জিনিস যা নিয়ে আলোচনা করা যায় কিন্তু আপনি যদি এটা নিয়ে ভাবেন তাহলে আপনি বুঝবেন যে, কখনো কখনো খুব বাজে একটি লড়াইয়ের ভেতরে একজন অফিসার কাউকে আটক করতে গিয়ে খুব বাজে পরিস্থিতিতে পড়তে পারেন।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডেকে শ্বাসরোধ করে হত্যার পর যখন দেশটি জুড়ে যখন ব্যাপক আন্দোলন-বিক্ষোভ হচ্ছে তখন ট্রাম্প শ্বাসরোধ করে হত্যার পক্ষে সাফাই গাইলেন। -পার্সটুডে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫