Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নতুন ও বিপজ্জনক পর্যায়ে করোনা: ডব্লিউএইচও

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২০, ০৪:৩৯

নতুন ও বিপজ্জনক পর্যায়ে করোনা: ডব্লিউএইচও

সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বৃহস্পতিবার একদিনেই সারা পৃথিবীতে নতুন করে রেকর্ড সংখ্যক দেড় লাখ মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার জেনেভার সদর দফতর থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি একটি নতুন ও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়ার ব্যক্তিদের অর্ধেকই আমেরিকা অঞ্চলের। এর বাইরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যও রয়েছে সর্বোচ্চ সংক্রমণের তালিকায়। এখনো অনেক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ঘরে থাকতে থাকতে অনেক মানুষ বিরক্ত হয়ে গেছেন। এ কারণেই অনেক দেশ তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাইছে। কিন্তু ভাইরাসটি এখনো দ্রুত বিস্তার ছড়াচ্ছে এবং সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও হাত ধোঁয়ার বিষয়গুলো এখনো খুব জরুরি।

গ্যাব্রিয়েসুস বলেন বলেন, ‘কভিড-১৯ প্রমাণ করেছে যে, সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। রাজনীতিকে এক পাশে রেখে সত্যিকারের সহযোগিতার মাধ্যমেই পরিবর্তন সম্ভব। এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো টিকা নেই। যদি কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়, তবে সেটিই হবে করোনা মোকাবিলায় প্রথম টিকা।’

সূত্র: রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫