Logo
×

Follow Us

আন্তর্জাতিক

চীনের প্রতিবেশীরা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১৯:২৬

চীনের প্রতিবেশীরা

চীনের মানচিত্র

চীন পৃথিবীর অন্যতম বৃহত্তম রাষ্ট্র। ১৪৪ কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। চীনের আয়তন প্রায় ৯৬ লাখ বর্গকিলোমিটার। স্থলভূমির আয়তনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। 

চীনে ২২টি প্রদেশ, পাঁচটি স্বায়ত্বশাসিত অঞ্চল, চারটি কেন্দ্রশাসিত পৌরসভা (বেইজিং, থিয়েনচিন, সাংহাই ও ছুংছিং), ও দুইটি প্রায়-স্বায়ত্বশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল (হংকং ও মাকাউ)। এছাড়াও চীন তাইওয়ানের ওপরে সার্বভৌমত্ব দাবী করে। চীন বিশ্বের একটি বৃহত্‌ শক্তি ও এশিয়ার মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি।

যুক্তরাষ্টের পরেই জিডিপি ও ক্রয়ক্ষমতার দিক দিয়ে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এটি বিশ্বের বৃহত্তম রফতানিকারক ও দ্বিতীয় আমদানিকারক দেশ। বিগত ৩০ বছর ধরে চীন প্রায় ১০% প্রবৃদ্ধি ধরে রেখেছে। 

পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে স্থলসীমানা রয়েছে আরো ১৪টি দেশের। চীনের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় ২২ হাজার ৮০০ কিলোমিটার। চীনের পূর্ব দিকে উত্তর কোরিয়া, উত্তর দিকে মঙ্গোলিয়া, উত্তর -পূর্ব দিকে রাশিয়া, উত্তর-পশ্চিম দিকে কাজাকিস্তান, কিরগিজস্তান, ও তাজিকিস্তান, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ও ভুটান, দক্ষিণ দিকে মিয়ানমার, লাওস ও ভিয়েতনাম। এই দেশগুলো ছাড়াও চীনের পূর্বে পীত সাগরের পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান আর দক্ষিণ চীন সাগরের উল্টো দিকে আছে ফিলিপাইন। 

এদের অনেকের সাথেই সীমানা নিয়ে বিরোধ রয়েছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশটির৷

ভারত: ভারতের সাথে চীনের যৌথ সীমানা তিন হাজার ৩৮০ কিলোমিটারের। এর মধ্যে তিনটি অংশ জুড়ে বিরোধ রয়েছে। সম্প্রতি লাদাখ সীমান্তে সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে তা হলো চীনের পূর্ব অংশের সীমানায়। এছাড়া নেপাল ও ভুটানের সীমানা রয়েছে মাঝখানে। সীমানা নিয়ে বিরোধ থেকে ভারত ও চীনের মধ্যে ১৯৬২ সালে যুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে। এরফলে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে। যুদ্ধে চীনজয়ী হয়ে একতরফা যুদ্ধবিরতি জারি করে। আকসাই চীন দখলে রাখে কিন্তু অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয় চীন।

মিয়ানমার: মিয়ানমারের সাথে চতুর্থ বৃহত্তম সীমানা রয়েছে চীনের। প্রায় দুই হাজার ১৮৫ কিলোমিটারের। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্বে মিয়ানমারও রয়েছে। কারণ সেখানে তাদেরও সীমানা রয়েছে।

নেপাল: নেপালের সাথেও চীনের সীমানা রয়েছে। এর দৈর্ঘ্য এক হাজার ৪৪০ কিলোমিটার। কালাপানি এলাকায় নেপাল ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে।

ভুটান: দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের সাথে ৪৭০ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের। এর মধ্যে কিছু অংশ নিয়ে বিরোধও আছে। ভারতের সাথে চীনের সীমানা বিরোধের জেরও টানতে হচ্ছে ভুটানের।

পাকিস্তান: পাকিস্তানের সাথে চীনের ৫২৪ কিলোমিটারের সীমানা। ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির ওপর নির্ভর করছে চীনের সাথে পাকিস্তানের সীমানা বিরোধের অবস্থা।

রাশিয়া: রাশিয়ার সাথে দ্বিতীয় দীর্ঘতম সীমানা রয়েছে চীনের। দুইদেশের তেমন বড় কোনো বিরোধ নেই৷

মঙ্গোলিয়া: চীনের দীর্ঘতম সীমানা রয়েছে মঙ্গোলিয়ার সাথে, চার হাজার ৬৭৭ কিলোমিটার। স্থলসীমায় আবদ্ধ মঙ্গোলিয়ার আরেক প্রতিবেশী দেশ হলো রাশিয়া। অতীতে বিরোধপূর্ণ ইতিহাস থাকলেও চীন বা রাশিয়ার সাথে এখন সীমানা নিয়ে কোনো বিরোধ নেই মঙ্গোলিয়ার।

কাজাখস্তান: মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সাথে চীনের সীমান্ত এলাকা এক হাজার ৫৩৩ কিলোমিটর দীর্ঘ। সীমানা বিরোধ বলতে তেমন কিছু নেই।

কিরগিস্তান ও তাজিকিস্তান: মধ্য এশিয়ার আরো দুই দেশ কিরগিস্তান ও তাজিকিস্তানের সাথে যথাক্রমে ৮৫৮ কিলোমিটার ও ৪১৪ কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে চীনের। এই দুই দেশের সাথেও চীনের সীমানা নিয়ে বিরোধ নেই। 

আফগানিস্তান: চীনের আফগানিস্তানের সাথে সবচেয়ে কম এলাকার সীমানা রয়েছে, মাত্র ৭৬ কিলোমিটারের। তবে কোনো বিরোধ নেই। 

উত্তর কোরিয়া: চীন সবচেয়ে বড় মিত্র উত্তর কোরিয়ার। তাদের যৌথ সীমানার দৈর্ঘ্য এক হাজার ৪১৬ কিলোমটার। তবে পায়েকতু পর্বত ও জিয়ানদাও এলাকা নিয়ে দ্বন্দ্ব আছে দুই দেশের।

ভিয়েতনাম ও লাওস: দক্ষিণ-পূর্ব এশিয়ার আরো দুই দেশ ভিয়েতনাম ও লাওসের সাথে চীনের সীমানা রয়েছে এক হাজার ২৮৩ কিলোমিটার ও ৪২৩ কিলোমিটারের।

সাগরে বিরোধ: দক্ষিণ চীন সাগরে ব্রুনেই, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও ভিয়েতনামের সাথে সীমানা নিয়ে বিরোধ আছে চীনের। এছাড়া পূর্ব চীন সাগরেও জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক এলাকা নিয়ে বিরোধ রয়েছে চীনের। তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ডয়চে ভেলে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫