Logo
×

Follow Us

আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ছাড়িয়েছে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১০:১৬

করোনায় আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ১১ হাজার ৭৮০। এর মধ্যে চার লাখ ৯১ হাজার ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫২ লাখ ৪৭ হাজার ১৭৪ জন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ শনাক্ত ও মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪ হাজার ৫৮৮। এছাড়া এক লাখ ২৬ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ১৪৭। এর মধ্যে ৫৫ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ১৩ হাজার ৯৯৪। এর মধ্যে আট হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে।

এরপরই রয়েছে ভারতের অবস্থান। দেশটিতে ৪ লাখ ৯১ হাজার ১৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১৫ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৬২১ জনের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫