Logo
×

Follow Us

আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০১:৩৬

করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো

করোনার ছোবলে কাঁপছে বিশ্ব। ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতেও প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কভিড-১৯)  আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। 

আজ শনিবার (২৮ জুন) রাত ১টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ হাজার ৪৬৪ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৯৮ হাজার ৯৯৬ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫৪ লাখ ১৪ হাজার ৮৯৭ জন।  

আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮২ হাজার ০৮ জন। মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৭৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৭১ হাজার ৪৩৮ জন। 

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন। এর মধ্যে ৫৬ হাজার ১৯৭ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।  

ছয় লাখ ২৭ হাজার ৬৪৬ জন আক্রান্ত নিয়ে রাশিয়ার অবস্থান বিশ্বে তৃতীয়। এর মধ্যে আট হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৫২ জন। 

করোনায় দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা বিচারে চতুর্থস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ, ২৯ হাজার ৩৩১। এর মধ্যে ১৬ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১০ হাজার ১৪৬ জন। 

করোনায় আক্রান্তের সংখ্যা বিচারে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৭ তম। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় প্রাণ হারিয়েছেন ১৬৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৩১৮ জন। 

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫