Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ওয়াশিংটনে চীনা দূতাবাসে হামলার হুমকির অভিযোগ চীনের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১৯:০৮

ওয়াশিংটনে চীনা দূতাবাসে হামলার হুমকির অভিযোগ চীনের

ওয়াশিংটনে চীনা দূতাবাস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চীনা দূতাবাস বোমা হামলা ও হত্যার হুমকি পেয়েছে বলে অভিযোগ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং টু্ইট করেছেন, যুক্তরাষ্ট্রের সরকার যেভাবে চীনের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে তার পরিণতিতেই দূতাবাসকে লক্ষ্য করে বোমা ও হত্যার এই হুমকি।

টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। এছাড়া সান ফ্রানসিসকোতে চীনা কনস্যুলেট নিয়েও ওয়াশিংটনের সাথে জটিলতা শুরু হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) অভিযোগ করেছে, ভিসা জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে ঢোকা একজন চীনা বিজ্ঞানী গ্রেফতার এড়াতে সান ফ্রানসিসকোর চীনা কনস্যুলেটে গিয়ে লুকিয়ে রয়েছেন।

এফবিআইয়ের কৌঁসুলিরা (প্রসিকিউটার) ক্যালিফোর্নিয়া আদালতে দায়ের করা এক মামলায় বলেছেন, ওই বিজ্ঞানী চীনা সেনাবাহিনীর (পিএলএ) সদস্য, কিন্তু তিনি ভিসার আবেদনপত্রে তিনি তা গোপন করেছেন। সেনাবাহিনীর বিজ্ঞানীদের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে পাঠানোর যে কর্মসূচি চীনের রয়েছে তার অংশ হিসাবে ওই বিজ্ঞানীকে পাঠানো হয়েছে।

জুয়ান ট্যাং নামে ওই চীনা নারী ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় জীববিজ্ঞানের একজন গবেষক। এফবিআই বলেছে, গত মাসে এক জিজ্ঞাসাবাদের সময় ট্যাং অস্বীকার করেন যে তিনি পিএলএ’র সদস্য ছিলেন। কিন্তু পরে বিভিন্ন সূত্রে তদন্ত করে দেখেছে, তিনি মিথ্যা বলেছেন।

চীন সরকার বলেছে, যুক্তরাষ্ট্র এখন তাদের বিজ্ঞানী, চীনা ছাত্র-ছাত্রী ও কনস্যুলেটগুলোকে নানাভাবে হেনস্থা করছে।

হিউস্টনে কনস্যুলেট বন্ধের নির্দেশ নিয়ে বিতর্কের মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, তিনি চীনের আরো কনস্যুলেট বন্ধ করে দেবেন। ওয়াশিংটনের দূতাবাস ছাড়াও যুক্তরাষ্ট্রে চীনের মোট পাঁচটি কনস্যুলেট রয়েছে। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫