মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০১:৪২

ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোয়ারেন্টিনে আছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) তিনি নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রিয় রাজ্যবাসী, আমার শরীরে করোনার উপসর্গ ছিল। নমুনা পরীক্ষার পরে রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের নমুনা পরীক্ষার আবেদন জানাচ্ছি। আমার কাছের আত্মীয়রা কোয়ারেন্টিনে আছেন।
মুখ্যমন্ত্রী জানান, তিনি করোনার জন্য নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোয়ারেন্টিনে আছেন।
সচেতনতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজ্যবাসীর কাছে অনুরোধ আপনারা সচেতনতা অবলম্বন করুন। অসচেতনতার কারণেই করোনা হয়। আমি করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অনেক চেষ্টা করেছি। কিন্তু, কাজের প্রয়োজনে আমাকে অনেকের সঙ্গে দেখা করতে হতো। সময় মতো করোনার চিকিৎসা করালে পুরোপুরি সুস্থ হওয়া যায়।
আক্রান্ত হলেও যতোটা সম্ভব প্রশাসনিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিবরাজ।