
ছবি: ডয়চে ভেলে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি অবৈধ জুয়ার আস্তানায় গোলাগুলিতে চারজন নিহত ও আরো তিনজন আহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ব্রুকলিনের উটিকা এভিনিউয়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে নিউইয়র্ক পুলিশ বিভাগের এক ব্রিফিংয়ে জানানো হয়েছে।
নিহতদের বয়স ছিল ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। এদের দুইজন নিউইয়র্কের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের প্রধান ডারমট এফ সিয়া।
এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। জুয়া নিয়ে বিরোধ নাকি ডাকাতির ঘটনা ছিল সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, ঘটনাস্থলেই গুলিবিদ্ধ চারজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা শঙ্কামুক্ত। আহতদের দুজন পুরুষ ও একজন নারী। পুরুষদের একজনের বাহুতে এবং অপরজনের পায়ে গুলি লেগেছে। আহত নারীও পায়ে গুলিবিদ্ধ। -ডয়চে ভেলে