
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জির ফুসফুসে সংক্রমণ দেখা দেয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ বুধবার(১৯ আগস্ট) আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটাল এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৮৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতিকে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে রাখা হয়েছে এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।’
এদিকে, ‘বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে’ এক টুইট বার্তায় জানিয়েছেন প্রণব মুখার্জির ছেলে অভিজিত মুখার্জি।
অভিজিত টুইট বার্তায় লিখেছেন, ‘আপনাদের সকলের প্রার্থনায় এবং চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আমার বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তার অবস্থার উন্নতি হচ্ছে এবং ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। আমি আপনাদের সকলের কাছে তার আশু আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি।’
সাবেক রাষ্ট্রপতির দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। অন্যদিকে গত সপ্তাহে দিল্লির হাসাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিস্ক থেকে জমাট বাঁধা রক্ত অপসারন করা হয়েছে।