Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জালিয়াতি মামলায় ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্রেফতার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০১:১১

জালিয়াতি মামলায় ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্রেফতার

স্টিভ ব্যানন

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তালা চাঁদার তহবিল নিয়ে জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্টিভ ব্যানন।

‘উই বিল্ড দ্য ওয়াল’ প্রচারের মাধ্যমে তোলা চাঁদার তহবিল থেকে ব্যানন ও তার আরো তিন সহযোগী লাখ লাখ ডলার জালিয়াতি করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে দুই কোটি ৫০ লাখ ডলার চাঁদা তোলা হয়েছিল। ব্যানন পেয়েছিলেন ১০ লাখ ডলারেরও বেশি। এই তহবিলের কিছু অংশ তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ব্যাননের সাথে তার তিন সহযোগী ব্রায়ান, এন্ড্রু ও টিমোথিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের (এসডিএনওয়াই) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

ম্যানহাটেনের ফেডারেল কোর্টে তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ব্যাননসহ বাকিরা মেক্সিকো সীমান্তে দেয়ার তোলার জন্য তহবিল জোগাড় করা এবং শতভাগ অর্থ দেয়াল নির্মাণে ব্যয় হওয়ার কথা বললেও ধোঁকা দিয়ে সে অর্থ নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ব্যানন তার নিয়ন্ত্রণাধীন একটি অলাভজনক সংগঠনের মাধ্যমে ১০ লাখ ডলারের বেশি অর্থ পেয়েছিলেন। এর মধ্যে লাখখানেক ডলার তিনি ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন। অন্যদিকে ব্রায়ান গোপনে ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন তিন লাখ ৫০ হাজার ডলার।

২০১৬ সালে নির্বাচনি প্রচারে অবৈধ অভিবাসী আটকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫