Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে হামলা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ২২:১২

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে হামলা

নেদারল্যান্ডেসের হেগে সৌদি দূতাবাসে গুলি করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হেগ পুলিশ টুইটে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সৌদি আরবের দূতাবাসে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

পুলিশের একজন মুখপাত্রের বরাতে রয়টার্স জানায়, দূতাবাসে গুলির ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো পরিষ্কার নয়।

এক বিবৃতিতে সৌদি দূতাবাস কাপুরুষোচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

গতকাল বুধবার প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে জেদ্দায় এক সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। জেদ্দায় বিদেশি কূটনীতিকদের ওই অনুষ্ঠানে বোমা হামলায় বেশ কয়েকজন আহতও হন। এর পরদিনই নেদারল্যান্ডসে হামলার ঘটনা ঘটলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫